চলতি জানুয়ারি মাসজুড়ে সারা দেশে জেঁকে বসতে পারে তীব্র শীত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওই সব এলাকায় তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কুয়াশার দাপট বেড়ে যাওয়ায় দিনের বেলাতেও সূর্যের দেখা পাওয়া কঠিন হয়ে পড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু পরিস্থিতির পরিবর্তনের কারণে এবার শীতের স্থায়ীত্ব ও তীব্রতা গত কয়েক বছরের তুলনায় বেশি হতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কোনো সম্ভাবনা আপাতত না থাকলেও উত্তর দিক থেকে আসা হিমেল বাতাসের গতিবেগ বাড়বে। রাজধানীতেও জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে কনকনে শীত অনুভূত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নদী অববাহিকা ও চরাঞ্চলগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ায় নৌ ও সড়ক পথে চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।
তীব্র শীতের কারণে কৃষি ফসলের ওপর প্রভাব পড়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। বিশেষ করে বীজতলা ও রবি শস্যের সুরক্ষায় কৃষকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে শুরু করেছে। আবহাওয়া বিভাগ বলছে, এই মাসের মাঝামাঝি সময়ে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, যা শীতের অনুভূতিকে আরও প্রকট করে তুলবে। শিশু ও বৃদ্ধদের এই সময়ে ঠান্ডা জনিত রোগ থেকে রক্ষা পেতে বাড়তি সাবধানতা জরুরি।
