দাউদকান্দি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে অবস্থিত পুরোনো গোমতী সেতুতে তীব্র কম্পন দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেয়।
বর্তমানে এই রুটে চলাচলকারী সকল যানবাহন পাশের চার লেনের নতুন গোমতী সেতু (দ্বিতীয় গোমতী সেতু) দিয়ে উভয়মুখী চলাচল করছে। হঠাৎ করে একটি সেতু বন্ধ হওয়ায় মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে।
সওজ সূত্র জানায়, সেতুর গার্ডার ও সংযোগস্থলের মধ্যবর্তী যন্ত্রাংশে (বেয়ারিং ও এক্সপ্যানশন জয়েন্ট) যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। কয়েক দিন ধরে ভারী যানবাহন চলাচলের সময় সেতুটিতে অস্বাভাবিক কম্পন অনুভূত হচ্ছিল।
নারায়ণগঞ্জ সওজ-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, “সেতুর গার্ডারের নিচের অংশের যন্ত্রাংশে ত্রুটি পরিলক্ষিত হয়েছে। বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা তাৎক্ষণিকভাবে নতুন সেতু দিয়ে ডাইভারশন কার্যক্রম গ্রহণ করেছি।”
তিনি আরও জানান, “ডাইভারশন পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে আমরা পুরাতন সেতুটি সম্পূর্ণ বন্ধ করে সংস্কার কাজ শুরু করব। সংস্কার শেষ না হওয়া পর্যন্ত এই সতর্কতা বজায় থাকবে।”
উল্লেখ্য, ১৯৯৫ সালে উদ্বোধন হওয়া এই দুই লেনের সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার যানবাহন চলাচল করে। অতিরিক্ত পণ্যবাহী গাড়ি চলাচলের কারণে প্রায় তিন দশকের পুরোনো এই সেতুর সক্ষমতা কমেছে বলে ধারণা করা হচ্ছে।
হাইওয়ে পুলিশ জানায়, যানজট নিয়ন্ত্রণে তারা তৎপর রয়েছেন। বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে দ্রুতই সেতুর ত্রুটিপূর্ণ অংশ মেরামতের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
