ইসলামাবাদ: চরম আর্থিক সংকটে থাকা পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা 'পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স' (পিআইএ)-এর ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্লু ওয়ার্ল্ড সিটি। দীর্ঘ প্রতীক্ষিত এই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে সংস্থাটির মালিকানা হস্তান্তর চূড়ান্ত হলো।
নিলাম অনুষ্ঠানে পাকিস্তান সরকারের প্রাইভেটাইজেশন কমিশন জানায়, পিআইএ-এর জন্য ব্লু ওয়ার্ল্ড সিটি ১০ বিলিয়ন (১০০০ কোটি) পাকিস্তানি রুপি দর প্রস্তাব করেছিল। সরকার শুরুতে আরও বেশি দাম প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত এই দরেই বিক্রির সিদ্ধান্ত নেয়।
বেসরকারীকরণের এই প্রক্রিয়ায় অংশ নিয়েছিল আরও বেশ কিছু প্রতিষ্ঠান। তবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ব্লু ওয়ার্ল্ড সিটি জয়ী হয়। নিলাম শেষে ব্লু ওয়ার্ল্ড সিটির চেয়ারম্যান সাদ নাজির বলেন, "আমরা পিআইএ-কে আবার তার পুরনো গৌরবে ফিরিয়ে আনতে চাই এবং আন্তর্জাতিক মানের সেবার ওপর গুরুত্ব দিচ্ছি।"
পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় কোষাগারের বোঝা কমাতে এবং সংস্থার লোকসান ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে পিআইএ কয়েকশ কোটি রুপি লোকসান গুনে আসছিল।
চুক্তি অনুযায়ী, নতুন মালিকপক্ষকে বিমানের বর্তমান কর্মীদের ভবিষ্যৎ এবং বকেয়া ঋণের একটি বড় অংশের দায়িত্ব নিতে হবে। পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটির এক কর্মকর্তা বলেন, "বেসরকারীকরণের ফলে এয়ারলাইন্সটির কার্যক্রমে গতি আসবে এবং যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।"

