সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের জানপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে ইমরান হোসেন নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের কোল ঘেঁষে বয়ে যাওয়া কাটাখালী নদীর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহত ইমরান হোসেন শহরের জানপুর মহল্লার মো. আশরাফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইমরান নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন-চারজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা ইমরানের বুক ও পিঠে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, "হঠাৎ করেই কয়েকজন যুবক এসে ইমরানকে ঘিরে ধরে কোপাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দৌড়ে পালিয়ে যায়।"
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে অভিযান চলছে।"
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত ইমরান হোসেন শহরের জানপুর মহল্লার মো. আশরাফ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ইমরান নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় তিন-চারজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তারা ইমরানের বুক ও পিঠে এলোপাতাড়ি কোপ দিয়ে পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, "হঠাৎ করেই কয়েকজন যুবক এসে ইমরানকে ঘিরে ধরে কোপাতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই তারা দৌড়ে পালিয়ে যায়।"
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে অভিযান চলছে।"
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
