ঘণ্টায় ৭০০ কিমি! তাক লাগিয়ে বিশ্বরেকর্ড চিনের ট্রেনের।


  

বেজিং: গতির দুনিয়ায় নতুন ইতিহাস গড়ল চিন। দেশটির তৈরি অত্যাধুনিক ম্যাগলেভ (Maglev) ট্রেন ঘণ্টায় ৭০০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করে বিশ্বরেকর্ড তৈরি করেছে।

উচ্চ গতির এই ট্রেনটি মূলত চৌম্বকীয় শক্তির ওপর ভিত্তি করে চলে। এটি সাধারণ রেললাইনের ওপর দিয়ে না চলে চুম্বকীয় বলের সাহায্যে লাইনের কিছুটা ওপর দিয়ে ভেসে এগিয়ে যায়।

পরীক্ষামূলক চলাচলের সময় ট্রেনটি এই অভাবনীয় গতি অর্জন করে। চিনা প্রকৌশলীদের দাবি, এই প্রযুক্তি যাতায়াতের সময়কে বর্তমানের তুলনায় অর্ধেক কমিয়ে আনবে।

প্রকল্পের সাথে যুক্ত এক কর্মকর্তা বলেন, "এটি কেবল গতির লড়াই নয়, বরং আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য নিদর্শন যা যাতায়াত ব্যবস্থাকে বদলে দেবে।"

এর আগে বিশ্বের দ্রুততম ট্রেনের রেকর্ডটিও চিনের দখলেই ছিল। নতুন এই পরীক্ষার মাধ্যমে দেশটি হাই-স্পিড রেল প্রযুক্তিতে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করল।

বিমানের গতির সাথে পাল্লা দেওয়া এই ট্রেনটি দ্রুতই বাণিজ্যিক ভিত্তিতে চালু করার পরিকল্পনা করছে চিনা সরকার। প্রাথমিকভাবে নির্দিষ্ট কিছু রুটে এটি চালানো হবে।

Previous Post Next Post