চাঁদপুর: মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৮ মিনিটের দিকে হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের যাত্রী। তারা হলেন—ভোলার লালমোহনের আব্দুল গনি ও মো. সাজু, কচুখালীর মোসা. রিনা এবং চরফ্যাশনের মো. হানিফ।
চাঁদপুর নৌ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ এর মধ্যে এই সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ক্ষতিগ্রস্ত লঞ্চটি সদরঘাট টার্মিনালে পৌঁছায়। সদরঘাট নৌ থানার ওসি সোহাগ রানা বলেন, "লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের লাশ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশগুলো মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হবে।"
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তারা হলেন—মো. শাহাদত, মোহাম্মদ মিনা ও মোসা. রহিমা। তারা সবাই ভোলার লালমোহন ও চরফ্যাশন এলাকার বাসিন্দা।
এদিকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সকালে ঝালকাঠি পৌঁছালে পুলিশ সেটির ৪ জন কর্মীকে আটক করেছে। লঞ্চটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৭ জন জানানো হলেও পরে সদরঘাট নৌ থানা নিশ্চিত করে যে মোট ৪ জন মারা গেছেন। নৌ পুলিশ দুর্ঘটনার কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
