বেসিক ব্যাংক থেকে ৯৫ কোটি টাকা ঋণ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে দীর্ঘ তদন্ত শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে ভুয়া নথিপত্রের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্তদের তালিকায় ব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বেশ কয়েকজন ব্যবসায়ীর নামও রয়েছে।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ঋণের জামানত হিসেবে যেসব সম্পদ দেখানো হয়েছিল, বাস্তবে সেগুলোর কোনো অস্তিত্ব নেই অথবা সেগুলোর মূল্য অনেক বাড়িয়ে দেখানো হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী এই ঋণ পাইয়ে দিতে নেপথ্যে থেকে প্রভাব খাটিয়েছেন বলে তথ্য-প্রমাণ পেয়েছে তদন্তকারী দল। আত্মসাৎকৃত অর্থ পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করা হয়েছে বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই অনুসন্ধানে নথিপত্র জালিয়াতির অকাট্য প্রমাণ হাতে আসায় এখন বিচারিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন বেসিক ব্যাংকের সাবেক কয়েকজন মহাব্যবস্থাপক এবং ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠানের মালিকরা। প্রাথমিক তদন্তে বাদ পড়লেও অধিকতর তদন্তে সাবেক এই প্রভাবশালী মন্ত্রীর সম্পৃক্ততা পাওয়ায় তাকে চার্জশিটভুক্ত করা হলো। দুদক জানিয়েছে, খুব দ্রুতই এই চার্জশিট আদালতে দাখিল করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হতে পারে। ব্যাংক খাতের বড় এই কেলেঙ্কারির ঘটনায় আরও অনেকে নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।
