শাহজালালে রানওয়ে দেখা যাচ্ছে না, বন্ধ হয়ে গেল সব ধরনের বিমান চলাচল ,


 রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় সব ধরনের বিমান ওঠানামা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সোমবার ভোররাত থেকে কুয়াশার দাপট বাড়তে থাকলে সিগন্যাল পেতে সমস্যা হওয়ায় কর্তৃপক্ষ এই জরুরি সিদ্ধান্ত নেয়। এর ফলে ঢাকা অভিমুখী বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট ভারতের কলকাতা ও মিয়ানমারে ঘুরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলোর সময়সূচিও এলোমেলো হয়ে পড়েছে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রানওয়ের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি ৫০ মিটারের নিচে নেমে এসেছে, যা নিরাপদ অবতরণের জন্য একদমই উপযুক্ত নয়। কুয়াশার কারণে কুয়েত, দোহা এবং শারজাহ থেকে আসা কয়েকটি ফ্লাইট দীর্ঘক্ষণ আকাশে চক্কর দিয়ে নামতে না পেরে অন্য দেশে অবতরণ করতে বাধ্য হয়। আটকা পড়া যাত্রীরা টার্মিনালের ভেতর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। সিডিউল বিপর্যয়ের কারণে শত শত বিদেশগামী যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কিছুটা কেটে গিয়ে দৃশ্যমানতা ৬০০ থেকে ৮০০ মিটারের ওপরে না আসা পর্যন্ত কোনো বিমানকে রানওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। কুয়াশার তীব্রতা এতটাই বেশি যে পার্কিং বে-তে থাকা বিমানগুলোও দেখা যাচ্ছে না। কুয়াশা পরিস্থিতি স্বাভাবিক হলে সিরিয়াল অনুযায়ী ফ্লাইটগুলো আবার চালু করার পরিকল্পনা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।


Previous Post Next Post