দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সাত জেলায় মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে এই প্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, "এসব জেলায় যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, সেটিই চলতি মৌসুমের প্রথম। এটি আজ শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।"
আগামী কয়েক দিন সারা দেশে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে বাড়তে পারে কুয়াশার প্রকোপ। মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ, নৌ ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় গত পাঁচ দিনে তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস কমেছে। শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা এর আগের দিন ছিল ১৪ ডিগ্রি।
আচমকা শীতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী ও ভাসমান মানুষ। বিশেষ করে উত্তরাঞ্চলে হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ার কথা জানিয়েছেন চিকিৎসকেরা।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় শীতের তীব্রতা বাড়ছে। কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে ভোর ও রাতে শীতের অনুভূতি বেশি হচ্ছে।
