গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন কেটে ফেলায় ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর ৫টা ২০ মিনিটে গফরগাঁও রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মূল রেললাইনের প্রায় ২০ মিটার অংশ কেটে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল টানা ৭ ঘণ্টা বন্ধ থাকে।
দুর্ঘটনার কবলে পড়া এক যাত্রী বলেন, "ভোরে হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি শুরু হয় এবং বিকট শব্দে ট্রেনটি থেমে যায়। ট্রেনের গতি কম থাকায় আমরা প্রাণে বেঁচে গেছি।"রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, খবর পাওয়ার পরপরই ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছায়। প্রকৌশলীরা লাইন মেরামত এবং বগি সরানোর কাজ শুরু করেন।
এই ঘটনার ফলে বিভিন্ন স্টেশনে বেশ কিছু আন্তঃনগর ও মেইল ট্রেন আটকা পড়ে। এতে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে নিয়মিত যাতায়াতকারী হাজার হাজার যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের অংশ সুপরিকল্পিতভাবে কেটে ফেলায় বিষয়টিকে প্রাথমিকভাবে নাশকতামূলক কর্মকাণ্ড হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

