ইসরায়েল কর্তৃক সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত ওই অঞ্চলের শান্তি ও সংহতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। মুসলিম বিশ্বের ঐক্য নষ্ট করতেই ইসরায়েল এই ধরনের উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে মনে করছে ইরান সরকার। সোমালিল্যান্ডের সার্বভৌমত্বকে পুঁজি করে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা প্রকাশ করেছে দেশটি।
ইরানি কর্মকর্তাদের মতে, আফ্রিকা অঞ্চলে ইসরায়েলের প্রভাব বিস্তারের এই চেষ্টা মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিভেদ তৈরি করবে। এই স্বীকৃতির মাধ্যমে সোমালিয়ার আঞ্চলিক অখণ্ডতা ক্ষুণ্ণ হতে পারে বলেও তেহরান সতর্ক করেছে। ইসরায়েলি পদক্ষেপটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মুসলিম উম্মাহর স্বার্থের বিরোধী হিসেবে দেখছে ইরান। তারা আরও দাবি করেছে, ইসরায়েল মূলত কৌশলগত সুবিধা পেতে আফ্রিকার দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে।
তেহরানের এই কড়া বার্তার পর আফ্রিকার শিং খ্যাত ওই অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইরান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, তারা কোনোভাবেই ইসরায়েলি এই সম্প্রসারণবাদী নীতি মেনে নেবে না। এই পদক্ষেপের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের প্রতি সমর্থন জানিয়ে তেহরান বলেছে, আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষায় তারা সবসময় সোমালিয়ার পাশে থাকবে।
