ভাসমান জাহাজে পণ্য মজুদ: কৃত্রিম সংকট রোধে বিশেষ অভিযান,



 

চট্টগ্রাম: অভ্যন্তরীণ বাজারে কৃত্রিম সংকট তৈরি ও চড়া মূল্যে পণ্য বিক্রির উদ্দেশ্যে ভাসমান জাহাজে ভোগ্যপণ্য মজুদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে প্রশাসন। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও সংলগ্ন কর্ণফুলী নদীতে এই বিশেষ তদারকি চালানো হচ্ছে।

অভিযান পরিচালনাকারী টিমের একজন সদস্য বলেন, "কিছু অসাধু ব্যবসায়ী বন্দর দিয়ে আসা আমদানি করা চিনি ও ভোজ্যতেল খালাস না করে জাহাজে আটকে রাখছে। এতে বাজারে সরবরাহ কমছে এবং দাম বাড়ছে।"

নিয়ম অনুযায়ী জাহাজ থেকে পণ্য দ্রুত খালাস করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা করা হচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই মজুদের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ আইনি ব্যবস্থা নিচ্ছে।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, "বাজারে অস্থিরতা তৈরি করতে পণ্য গুদামজাত বা জাহাজে ভাসিয়ে রাখার কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা সব মজুতদারের তালিকা তৈরি করছি।"

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। কৃত্রিম সংকটের নেপথ্যে থাকা আমদানিকারক ও সরবরাহকারীদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

Previous Post Next Post