ঢাকা: দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। হাড়কাঁপানো ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ।
উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনপদ। ভোরে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ধীর হয়ে পড়েছে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও রোদের তেজ থাকছে খুব কম।
রাস্তার পাশে বসবাস করা মানুষদের খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যাচ্ছে। এক রিকশাচালক বলেন, "ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে, রিকশা চালানো যাচ্ছে না। গরম কাপড়ের অভাবে রাতে ঘুমানোও কষ্টকর হয়ে পড়েছে।"
তীব্র শীতে শিশুদের মধ্যে নিউমোনিয়া এবং বড়দের শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বাড়ছে। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শ্রমজীবী মানুষরা কাজের সন্ধানে বাইরে বের হতে পারছেন না। দৈনিক উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারগুলো তীব্র ঠান্ডার কারণে খাদ্য সংকটে পড়ার আশঙ্কা করছে।
সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ শুরু হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

