চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক যুবককে গাছের খুঁটির সাথে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে একদল লোক ওই যুবককে ধরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
আহত যুবককে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, "হঠাৎ করেই চিৎকার শুনে গিয়ে দেখি তাকে বেঁধে মারধর করা হচ্ছে, আমরা ভয়ে এগোতে পারছিলাম না।"
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।"
