হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সংগঠনটি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
, আল-কাসাম ব্রিগেডের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই মৃত্যুর খবর প্রচার করা হয়েছে। নিহত হওয়ার সময় আবু ওবাইদার আসল নাম ‘হুথাইফা আল-কাহলৌত’ বলেও উল্লেখ করে হামাস।
আবু ওবাইদার পাশাপাশি আরও তিন শীর্ষ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংগঠনটি। তারা হলেন—রাফাহ ব্রিগেডের প্রধান মোহাম্মদ শাবানাহ এবং নেতা হাকাম আল-ইসি ও রায়েদ সাদ।
এর আগে গত মে মাসে ইসরায়েলি বাহিনী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে হত্যার দাবি করেছিল। তার তিন মাস পর তারা আবু ওবাইদাকে হত্যার দাবি জানালেও এতদিন হামাস তা স্বীকার করেনি।
অবশেষে এক বিবৃতিতে হামাস জানায়, "আমাদের বীর মুখপাত্র আবু ওবাইদা এবং রাফাহ ব্রিগেডের প্রধানসহ অন্য নেতারা লড়াইরত অবস্থায় শহীদ হয়েছেন।"
