যুক্তরাষ্ট্রে ভারী তুষারপাত: ব্যাহত বিমান চলাচল, বাতিল ও বিলম্বিত শত শত ফ্লাইট।

 

 যুক্তরাষ্ট্র: রকি পর্বত অঞ্চল থেকে উত্তর-পূর্বাঞ্চল পর্যন্ত বয়ে যাওয়া তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে ৫৯০টির মতো ফ্লাইট বাতিল এবং ৭ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে 

শনিবার রাত থেকে শুরু হওয়া এই তুষারঝড় গ্রেট লেকস হয়ে শিকাগোসহ বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়ে। রকি পর্বত ও নর্দার্ন প্লেইনস এলাকায় শীত ও তুষারপাতের তীব্রতা সবচেয়ে বেশি দেখা গেছে।

রোববার ওহাইও থেকে নিউইয়র্ক পর্যন্ত তুষার ও বৃষ্টি অব্যাহত ছিল। আইওয়ার কিছু স্থানে সর্বোচ্চ ৮ ইঞ্চি এবং সাউথ ডাকোটার ক্যানটনে ৯.৪ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া ইলিনয়ের রকফোর্ডে ৫.৭ ইঞ্চি এবং শিকাগোর ওহেয়ার এলাকায় ৪ ইঞ্চি তুষার পড়েছে।

শিকাগোর বাসিন্দাদের রোববার সকালে রাস্তা ও গাড়ি থেকে তুষার পরিষ্কার করতে দেখা যায়। স্থানীয় এক বাসিন্দা জানান, "এ বছরের মধ্যে এখন পর্যন্ত হওয়া তুষারপাতগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভারী মনে হচ্ছে।"

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকালের দিকে এই তুষারঝড় দুর্বল হয়ে আসতে পারে। এর আগে পর্যন্ত দেশটির একটি বড় অংশে যাতায়াত ও স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

Previous Post Next Post