দুর্গম পাহাড়ে পানির হাহাকার মেটালো সেনাবাহিনী, খুশিতে আত্মহারা গ্রামবাসী

খাগড়াছড়ি জেলার দুর্গম কালাপাহাড় এলাকায় দীর্ঘদিনের সুপেয় পানি সংকট মেটাতে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের কষ্টের কথা বিবেচনা করে খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে সেখানে একটি বিশেষ পানি সরবরাহ প্রকল্প চালু করা হয়েছে। দীর্ঘ সময় ধরে এই পাহাড়ী জনপদের মানুষকে কয়েক কিলোমিটার হেঁটে ঝরনা বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে হতো। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছাত। এখন সেনাবাহিনীর এই উদ্যোগের ফলে পাহাড়ের ওপর বসানো পাম্পের মাধ্যমে ঘরে ঘরে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

প্রকল্পটির আওতায় কালাপাহাড়ের উঁচুতে বিশাল পানির ট্যাংক স্থাপন করা হয়েছে, যেখান থেকে পাইপলাইনের মাধ্যমে পাড়াগুলোতে পানি সরবরাহ করা হচ্ছে। সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার করায় বিদ্যুৎহীন এই জনপদে পানি তুলতে কোনো বাড়তি খরচ বা ঝামেলা পোহাতে হবে না। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই পুরো কারিগরি বিষয়টি বাস্তবায়ন করেছে। স্থানীয় হেডম্যান ও কারবারিরা জানিয়েছেন, পানির অভাবে আগে এখানে অনেক চর্মরোগ ও পেটের পীড়া দেখা দিত, যা এখন কমে আসবে বলে তারা আশা করছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু কালাপাহাড় নয়, পাহাড়ের অন্যান্য দুর্গম এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এমন মানবিক সহায়তা কার্যক্রম চালানো হবে। পানি প্রকল্পের পাশাপাশি ওই এলাকায় যাতায়াতের সুবিধার্থে ছোট ছোট রাস্তা মেরামতের কাজও হাতে নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কয়েকশ পরিবারের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। পানির নিশ্চয়তা পাওয়ায় পাহাড়ের ঢালে জুম চাষ এবং গৃহস্থালি কাজেও মহিলারা এখন বেশি সময় দিতে পারছেন।
 

Previous Post Next Post