রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর আর মাত্র কয়েক দিন বাকি থাকায় এখন সেখানে চলছে শেষ মুহূর্তের ধুমধাম প্রস্তুতি। শ্রমিকরা দিন-রাত এক করে স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ শেষ করছেন। আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, এবারের মেলায় দেশি-বিদেশি কয়েকশ প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলার মূল প্রবেশদ্বার বা গেট তৈরির কাজ প্রায় শেষের দিকে, যা প্রতিবারের মতো এবারও দর্শনার্থীদের নজর কাড়বে। বড় বড় প্যাভিলিয়নগুলোতে রঙ ও আলোকসজ্জার কাজ চলছে জোরকদমে। অনেক নামী ব্র্যান্ড তাদের স্টলে পণ্য সাজানোর প্রাথমিক প্রস্তুতিও শুরু করে দিয়েছে। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসি বাসের বিশেষ সার্ভিসের ব্যবস্থা রাখা হচ্ছে।
পূর্বাচলের এই স্থায়ী কেন্দ্রে মেলা হওয়ায় আগের চেয়ে অনেক বেশি খোলামেলা জায়গা পাওয়া যাবে। খাবারের দোকান ও রেস্তোরাঁগুলোর জন্য আলাদা জোন তৈরি করা হয়েছে যাতে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন। নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো মেলা প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। মেলা প্রাঙ্গণে টয়লেট, পানি এবং নামাজের জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করছে কর্তৃপক্ষ।
এবারের মেলায় ইলেকট্রনিক্স, ফার্নিচার এবং গৃহস্থালি পণ্যের বড় বড় প্যাভিলিয়ন থাকছে মূল আকর্ষণ হিসেবে। বিদেশি স্টলগুলোতে থাকছে পোশাক, কসমেটিকস ও ঘর সাজানোর নানা সরঞ্জাম। মেলা উপলক্ষে অনেক কোম্পানি বিশেষ ছাড় ও অফারের ঘোষণা দিতে শুরু করেছে।
