কক্সবাজার বিমানবন্দরে বড় ধরণের বোমা হামলার হুমকি মোকাবিলায় বিশাল নিরাপত্তা মহড়া সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুরে বিমানবন্দরের ভেতরে কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালালে কিংবা বিস্ফোরক মজুদ করলে তা কীভাবে সামাল দেওয়া হবে, তার একটি কাল্পনিক দৃশ্যপটের মাধ্যমে এই মহড়া চালানো হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), এপিবিএন, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে অংশ নেন।
মহড়ার মূল লক্ষ্য ছিল জরুরি অবস্থায় বিভিন্ন বাহিনীর মধ্যে কাজের সমন্বয় বাড়ানো এবং যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। শুরুতে বিমানবন্দরে বোমা আছে এমন সংবাদের পর পুরো এলাকা ঘিরে ফেলে বিশেষায়িত দলগুলো। এরপর কমান্ডো স্টাইলে অভিযান চালিয়ে নির্দিষ্ট জায়গা থেকে বোমা উদ্ধার এবং সেটিকে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া দেখানো হয়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচলের ওপর তখন কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক নিয়ম মেনে প্রতি বছরই এমন মহড়ার আয়োজন করা হয় যাতে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হলে কোনো দ্বিধা তৈরি না হয়। মহড়ার সময় বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিছুটা থমকে গেলেও কোনো বড় বিঘ্ন ঘটেনি। উপস্থিত পর্যটক ও সাধারণ মানুষ এই বিশাল কর্মযজ্ঞ দেখে কৌতূহলী হয়ে ভিড় জমান। এই প্রস্তুতির ফলে কক্সবাজারের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে আকাশপথের নিরাপত্তা আরও সুসংহত হলো বলে মনে করছেন কর্মকর্তারা।

