জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সুপারিশের ভিত্তিতে ৭১ জন ব্যক্তির ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাতিলকৃত ব্যক্তিদের তালিকায় বিভিন্ন জেলার সাবেক সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিক রয়েছেন। দীর্ঘ তদন্ত ও যাচাই-বাছাই শেষে তাদের উপস্থাপিত প্রমাণাদি ভুয়া প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, "প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা স্বচ্ছ করতেই এই শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। ভুয়া সনদধারীরা আর কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাবেন না।"
সনদ বাতিলের পাশাপাশি তাদের নামে ইস্যু করা সাময়িক সনদ ও গেজেট অকার্যকর ঘোষণা করা হয়েছে। একইসাথে তারা এতদিন ধরে যেসব সরকারি ভাতা বা সুবিধা ভোগ করেছেন, তা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আরও বেশ কিছু সন্দেহভাজন তালিকা নিয়ে বর্তমানে তদন্ত চলছে। তথ্যের সত্যতা সাপেক্ষে পর্যায়ক্রমে আরও ব্যবস্থা নেওয়া হবে।
