আন্তর্জাতিক ডেস্ক। ৯ নভেম্বর, ২০২৫
থাইল্যান্ড-মালয়েশিয়া সমুদ্রসীমার কাছে অভিবাসনপ্রত্যাশীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। মালয়েশিয়ার সামুদ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার ১০ জন, বাকিদের খোঁজে অভিযান.
মালয়েশিয়ার কেদাহ ও পার্লিস রাজ্যের সামুদ্রিক কর্তৃপক্ষের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রোমলি মুস্তাফা জানিয়েছেন, নৌকাটি মিয়ানমারের বুথিডাং থেকে প্রায় ৩০০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। উদ্ধার হওয়া ১০ জনের মধ্যে দুইজন রোহিঙ্গা পুরুষ, একজন বাংলাদেশি পুরুষ এবং আরও সাতজন রয়েছেন, যাদের পরিচয় এখনও জানা যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধানে বর্তমানে উদ্ধার অভিযান চলছে।
কর্তৃপক্ষকে এড়াতে যাত্রী স্থানান্তরের কৌশল.
কেদাহ রাজ্যের পুলিশ প্রধান আদজলি আবু শাহ জানান, মালয়েশিয়াগামী যাত্রীরা প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। তবে সীমান্তের কাছে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় স্থানান্তরিত করা হয়। প্রতিটি ছোট নৌকায় প্রায় ১০০ জন করে যাত্রী ছিলেন। এই তিনটি নৌকার মধ্যে একটি ডুবে গেলেও অন্য দুটি নৌকার অবস্থান এখনও জানা যায়নি।
এই ধরনের বিপজ্জনক সমুদ্রপথে মানব পাচার চক্রগুলি দুর্বল অভিবাসনপ্রত্যাশীদের ঝুঁকিপূর্ণভাবে ব্যবহার করছে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও, বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে আশঙ্কা বাড়ছে।
