ঢাকায় পোপের ফিস্ট উদযাপন: ভ্যাটিকান রাষ্ট্রদূতের আয়োজনে আন্তধর্মীয় সম্প্রীতির অনন্য মিলনমেলা।
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) — রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারার একটি অভিজাত হোটেল সন্ধ্যায় রঙিন আলোয় উজ্জ্বল হয়ে উঠেছিল এক বিশেষ আয়োজনকে কেন্দ্র করে। ভ্যাটিকানের রাষ্ট্রদূত (Apostolic Nuncio) মহামান্য আর্চবিশপ কেভিন র্যান্ডাল আয়োজন করেছিলেন পোপের ফিস্ট উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনার।
অনুষ্ঠানটি পরিণত হয় ধর্ম-বর্ণ-পেশা পেরিয়ে আন্তধর্মীয় সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রাণবন্ত মিলনমেলায়। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সবাই বিশ্বশান্তি ও পারস্পরিক সহাবস্থানের আকাঙ্ক্ষা ভাগাভাগি করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ আয়োজনে অংশ নেন দলের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে। তিনি পোপের উদ্দেশে প্রেরিত অভিনন্দন বার্তা আনুষ্ঠানিকভাবে আর্চবিশপ র্যান্ডালের হাতে তুলে দেন। সেই বার্তায় মুসলিম ও খ্রিস্টান জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্মান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং বৈশ্বিক মানবকল্যাণে যৌথ উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসানও অনুষ্ঠানে উপস্থিত থেকে কূটনৈতিক মহলের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অংশগ্রহণকারীরা মনে করেন, ভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে এক টেবিলে নিয়ে আসা এই আয়োজন পারস্পরিক বোঝাপড়া ও শান্তি প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নির্বাচনের আগেই বড় সংস্কারের ইঙ্গিত, জানালেন প্রধান উপদেষ্টা। নবজাগরণ নিউজ!