নাটোর প্রতিনিধি ॥
নাটোরের ইয়াছিনপুর রেলস্টেশন থেকে নাটোর স্টেশন পর্যন্ত রেললাইনের প্রায় একশতাধিক স্লিপার ভেঙে গেছে। দীর্ঘদিন ধরে এসব ভাঙা স্লিপার কোনো ধরনের সংস্কার বা পরিবর্তন করা হয়নি। এর ফলে প্রতিদিন ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে ইয়াছিনপুর রেলপথের ভাঙা স্লিপারগুলো নজরদারির বাইরে রয়েছে। দিন দিন ভাঙা স্লিপারের সংখ্যা আরও বাড়ছে। এতে যাত্রী ও ট্রেন চলাচল উভয়ই মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ভাঙা স্লিপারগুলো পরিবর্তন না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আহ্বান, জরুরি ভিত্তিতে স্লিপার পরিবর্তন করে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা।