রাজধানীতে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল।
ঢাকা, ৩০ আগস্ট — গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং তাঁর দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
সমাবেশে বক্তারা নুরুল হক নুরের ওপর হামলাকে “গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত” হিসেবে উল্লেখ করেন। তাঁরা দাবি জানান, হামলার ঘটনায় দায়ীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. আব্দুল মান্নান এবং মো. শামসুর রহমান। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি সবার অধিকার, অথচ বিরোধী মতকে দমন করতে হামলার পথ বেছে নেওয়া হচ্ছে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে মৎস্যভবন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
এই কর্মসূচিতে কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের অসংখ্য নেতাকর্মী অংশ নেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে।