ঢাকায় পানি সম্পদ মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা, সচিবের গুরুত্বপূর্ণ নির্দেশনা

👤 | 📅 মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ | 🏷️ আজকের খবর কৃষি জাতীয় নবজাগরণ নিউজ বাংলাদেশ

 


ঢাকা থেকে বিশেষ সংবাদ প্রতিবেদন

পানি সম্পদ মন্ত্রণালয়ের এডিপি বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ৭ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার):
রাজধানীর গ্রীন রোডে অবস্থিত পানি ভবনের সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন পর্যালোচনা সভা। সভার সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. আ ন ম বজলুর রশীদ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ, পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ লুৎফুর রহমান পিএইচডি এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ হাবীবুর রহমান। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধি কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় মূলত চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সচিব নাজমুল আহসান তার বক্তব্যে বলেন, এডিপির প্রতিটি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে, যাতে দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা আরও টেকসই ও কার্যকর হয়। তিনি প্রকল্প বাস্তবায়নের গতি ত্বরান্বিত করার পাশাপাশি সময়মতো কাজ শেষ করার ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা তাদের নিজ নিজ কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় উদ্ভূত চ্যালেঞ্জগুলোর সমাধান বিষয়ে মতামত দেন।

বিশ্লেষকদের মতে, এই ধরনের পর্যালোচনা সভা শুধু প্রকল্পের মান উন্নয়নই নয়, বরং পানি সম্পদ ব্যবস্থাপনায় একটি দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি গড়ে তুলতেও সহায়তা করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভা শেষে কর্মকর্তারা একমত হন যে, জাতীয় স্বার্থে পানি সম্পদ ব্যবস্থাপনাকে আরও কার্যকর, জনবান্ধব ও বিজ্ঞানভিত্তিক করতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা হবে।