ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি:
ভারতের বিহারে আসন্ন ‘মেনস্ এশিয়া কাপ হকি ২০২৫’-এ অংশগ্রহণের প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এই উপলক্ষ্যে গত রবিবার (২৪ আগস্ট ২০২৫) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে অনুষ্ঠিত হয় জার্সি উন্মোচন ও ফটোসেশন অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং দলীয় শৃঙ্খলা ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার আহ্বান জানান। তার বক্তব্যে প্রতিফলিত হয় আত্মবিশ্বাস—বাংলাদেশ এই আসরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবে।
টুর্নামেন্টটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ভারতের বিহার রাজ্যে অনুষ্ঠিত হবে। এশিয়ার মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, জাপান, চীন ও কাজাখস্তান। আর বাংলাদেশকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ মালয়েশিয়া, কোরিয়া ও চাইনিজ তাইপে।
জাতীয় দল ইতোমধ্যেই নিবিড় অনুশীলন শেষে প্রস্তুত। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ৯ আগস্ট থেকে শুরু হওয়া প্রশিক্ষণ ক্যাম্প চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই ক্যাম্পকে ঘিরে খেলোয়াড়রা তাদের ফিটনেস ও কৌশলগত অনুশীলনে নতুন মাত্রা যোগ করেছেন। ফেডারেশনের কর্মকর্তারা জানিয়েছেন, এশিয়া কাপে ভালো ফলাফলের মাধ্যমে বাংলাদেশ হকির হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, হকি ফেডারেশনের শীর্ষ পর্যায়ের সদস্যসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। জার্সি উন্মোচনের সেই মুহূর্তে খেলোয়াড়দের চোখেমুখে ছিল স্বপ্ন, দৃঢ়তা ও লড়াই করার প্রতিজ্ঞা।
বাংলাদেশ হকির ইতিহাসে একসময় এশিয়ার মানচিত্রে ছিল সাফল্যের ঝলক। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার ধাক্কা সত্ত্বেও নতুন প্রজন্মের খেলোয়াড়রা এবার নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর। বিহারে শুরু হতে যাওয়া এশিয়া কাপে তাদের পারফরম্যান্সই নির্ধারণ করবে—বাংলাদেশ হকি আবার কবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।