জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫: স্বর্ণপদকে ভূষিত বাংলাদেশ নৌবাহিনী
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ — রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ অনুষ্ঠিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এবারের আসরে “মৎস্য সম্পদ উন্নয়ন ও সামুদ্রিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় ব্যক্তি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তির উদ্ভাবন” ক্যাটাগরিতে সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী। তাদের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধান উপদেষ্টা। নৌবাহিনীর পক্ষে পুরস্কার গ্রহণ করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। একই বিভাগে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশ কোস্ট গার্ড।
মোট ১৬টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয় এবারের আসরে। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও উদ্ভাবকদের পাশাপাশি সামুদ্রিক সম্পদ রক্ষায় বিশেষ অবদানের জন্য নৌবাহিনীর অর্জনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ইউনুস তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের বিশাল জলসীমা, সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মৎস্য সম্পদ সংরক্ষণে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি টেকসই মৎস্য ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং ব্লু ইকোনমি উন্নয়নে সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের অবদানকে স্বীকৃতি জানান।
বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরেই দেশের জলসীমায় অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সামুদ্রিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও জনগণের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। এবারের স্বর্ণপদক তাদের সেই প্রচেষ্টার উজ্জ্বল স্বীকৃতি।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা জানান, নৌবাহিনীর এই অর্জন শুধু সামুদ্রিক সম্পদ রক্ষার ক্ষেত্রেই নয়, বরং দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা ও উন্নয়ন যাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো একটি সুস্পষ্ট বার্তা দিল—বাংলাদেশ মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় টেকসই অগ্রযাত্রার পথে। আর নৌবাহিনীর এই স্বর্ণপদক সেই যাত্রার এক গৌরবময় মাইলফলক।
