Top News

কুষ্টিয়ার হাসপাতালের ভয়াবহ চিত্র: ডাক্তার নেই, বেড নেই—রোগীদের হাহাকার!

 

দুর্নীতি দমন কমিশনের তিনটি এনফোর্সমেন্ট অভিযান: স্বাস্থ্য, জ্বালানি ও জনস্বাস্থ্য প্রকল্পে চাঞ্চল্যকর অনিয়ম উদঘাটন।

ঢাকা, ২১ আগস্ট ২০২৫
দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রাজধানীসহ দেশের তিনটি জেলায় একযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে চাঞ্চল্যকর অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পেয়েছে। এসব অভিযানে উঠে এসেছে চিকিৎসা সেবায় ভয়াবহ সংকট, রাষ্ট্রীয় সম্পদে আর্থিক ক্ষয়ক্ষতি এবং বৃহৎ উন্নয়ন প্রকল্পে নিয়মভঙ্গের ঘটনা।

কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবায় ভয়াবহ সংকট।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান চালানো হয়।
প্রথমে ছদ্মবেশে হাসপাতালের সেবা কেন্দ্রগুলো ঘুরে দেখে দুদক টিম। এরপর রান্নাঘর, স্টোর রুম ও বিভিন্ন ওয়ার্ডের পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। দেখা যায়, এক্স-রে মেশিন দীর্ঘদিন অকেজো থাকায় রোগীদের বাইরে গিয়ে অতিরিক্ত খরচে পরীক্ষা করতে হচ্ছে।
অভিযানকালে আরও জানা যায়, অনুমোদিত ২৫ জন ডাক্তারের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৮ জন। অথচ ৫০ বেডের এ হাসপাতালে প্রতিদিন গড়ে ১০০-র বেশি রোগী ভর্তি থাকেন। সংকটপূর্ণ এই বাস্তবতায় রোগীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন বলে জানান কয়েকজন ভর্তিকৃত রোগী।

পেট্রোবাংলায় পদোন্নতি ও চুক্তি অনিয়ম।

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)-এর নিয়োগ ও পদোন্নতিতে বিধি লঙ্ঘনের অভিযোগে রাজধানীতে দুদক প্রধান কার্যালয়ের উদ্যোগে অভিযান পরিচালিত হয়।
পরিচালক পদে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার নিয়ম ভঙ্গ এবং ফিডার পদে চাকরির নির্ধারিত মেয়াদ পূর্ণ না হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এছাড়া, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানির সঙ্গে টেন্ডার ছাড়াই চুক্তি নবায়নের প্রমাণও হাতে পায় দুদক টিম। অভিযানে এসব অনিয়ম সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়।

রাঙ্গামাটিতে ৩৩৪ কোটি টাকার পানি প্রকল্পে দুর্নীতি।

একইদিন রাঙ্গামাটিতে "কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প" নিয়ে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আরেকটি অভিযান পরিচালনা করে দুদক।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রেকর্ড যাচাই করে দেখা যায়, সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে। পরে নির্বাহী প্রকৌশলী ও নিরপেক্ষ টেকনিক্যাল টিমের উপস্থিতিতে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে টিম। এ সময় অভিযোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়।

সামগ্রিক চিত্র ও পরবর্তী পদক্ষেপ।

তিনটি অভিযানে প্রাপ্ত তথ্য ও প্রমাণ যাচাই-বাছাই শেষে দুদক টিম কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। কমিশন সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় হলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


নবীনতর পূর্বতন